
- Knowledge is power
- The Future Of Possible
- Hibs and Ross County fans on final
- Tip of the day: That man again
- Hibs and Ross County fans on final
- Spieth in danger of missing cut
রাজধানীসহ সারাদেশে বেড়েছে শীতের প্রকোপ। এতে করে চরম দূর্ভোগে পড়েছে শিশুরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এমন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আর্ত মানবতায় হতদরিদ্রদের পাশে দাঁড়ানো সংগঠন আর কিউব ফাউন্ডেশন। বৃহস্পতিবার রাতে পথশিশুদের মধ্যে এ সব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিমসহ অন্য অন্য সদস্যবৃন্দ। এসময় শীতবস্ত্রগ্রহণ করা শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়তে দেখা যায়।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, সারাদেশে শীত বেড়েছে। এই শীতে চরম দুর্ভোগ পোহাচ্ছে হতদরিদ্ররা। আমাদের ফাউন্ডেশন এমন সকল মানুষের পাশে দাঁড়ানোর কাজ করছে। তার অংশ হিসেবে আজ শিশুদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, শীতার্তদের মুখে হাসি দেখে আমার মন ভরে গেছে। সমাজের প্রত্যেকটা মানুষের উচিৎ এসব মানুষের পাশে দাঁড়ানো। দেশের একটি মানুষও যেনো শীতে কষ্ট না করে তাই সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা সবসময় অব্যাহত থাকবে।
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.