Life StyleUncategorized
অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করছে আর কিউব

করোনার কারণে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়া ছিন্নমূল মানুষদের সেহেরি করাতে প্রথম রমজান থেকে রান্না করা খাবার বিতরণ করছে জনকল্যাণমূলক সংগঠন আর কিউব ফাউন্ডেশন।
মানবতার আলতো ছোঁয়া হতদরিদ্রের মাঝে ছড়িয়ে দিতে গত বছরের নভেম্বর থেকে কাজ শুরু করে আর কিউব ফাউন্ডেশন। এরপর থেকেই নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত থেকেছে সংগঠনটি। গেল বছর তীব্র শীতের সময়ে সারাদেশে হতদরিদ্র মানুষের পাশে উষ্ণতার হাত বাড়িয়ে দেয় আর কিউব। এ সময় তাদের সহযোগিতা পায় অন্তত হাজারখানেক পরিবার।
এছাড়াও নদী ভাঙ্গন কবলিতদের ঘর নির্মাণ ও নির্মাণে অর্থ সহযোগিতা, মেধাবীদের আর্থিক সহায়তা ও দরিদ্র বাবার কন্যাদানে অর্থ সহায়তা দিয়ে মানুষের পাশে দাঁড়ায় সংগঠনটি।